অত্র উপজেলারভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এই উপজেলা কে ঘিরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য ও কুমিল্লা জেলার অন্যান্য উপজেলা সমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবু ও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণ ধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। এ ইউনিয়নের আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত নোয়াখালী অঞ্চলের ভাষার অনেকটা সাযুজ্য রয়েছে। ডাকাতিয়া নদীর গতি প্রকৃতি এবং লালমাইপাহাড়ের পাদ দেশে বারপাড়া ইউনিয়নের মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞ রামনে করেন। এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায়যে এর সভ্যতা বহু প্রাচীন। এই এলাকায় প্রাপ্ত প্রত্ন তাত্ত্বিক নিদর্শন প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দেদীপ্যমান।