কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদ হলো ৪নং বারপাড়া ইউনিয়ন । কালের পরিক্রমায় আজঅত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।
এক নজরে বারপাড়া ইউনিয়ন পরিষদ
বারপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আফছর উদ্দিন সাহেব এর সুযোগ্য সন্তান জনাব মো: হুমায়ুন কবির।
১) ইউনিয়ন পরিষদের অবস্থান:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অধীনে বিজয়পুর বাজারে অবস্থিত।
স্থাপিত: ১৩৯২ বাংলা। কক্ষ সংখ্যা ০৭ টি। অফিসের দাগ নং - ৪১৭ ও ৪১৮
২) মৌলিক তথ্যাবলী :
ক) আয়তন : ২৭.৭৭ বর্গকিলোমিটার।
খ) লোকসংখ্যা : ৩১,৭৯১ জন ( সম্ভাব্য ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
পুরুষ - ১৫,০১৫ জন এবং মহিল - ১৬,৭৭৬ জন।
গ) ভোটার সংখ্যা: ১৯,৬৪২ জন। পুরুষ - ৯,৪৩১ জন এবং মহিলা - ১০২১২ জন।
ঘ) গ্রামের সংখ্যা: ৩৩টি।
ঙ) মৌজা : ২২টি
চ) ওয়ার্ড সংখ্যা: ০৯টি।
ছ) হাট বাজার : ০২ টি।
জ) মসজিদ : ৭৮টি।
ঝ) মন্দির : ২০টি
ঞ) শশ্মান - ০৮টি।
ট) এবেতদায়ী ও এতিমখানা - ০৮ টি।
ঠ) মক্তব - ২৩ টি।
ড) মাদ্রাসা - ১৪ টি।
ঢ) কবরস্থান - ৮২ টি।
ণ) ঈদগাহ- ৪২ টি।
ত) সমবায় সমিতি - ৪০ টি।
৩)শিক্ষা প্রতিষ্ঠান :
ক) কলেজ - ০২ টি।
খ) মাদ্রাসা - ০২ টি।
গ) মাধ্যমিক বিদ্যালয় - ০৬ টি।
ঘ) সরকারী প্রথমিক বিদ্যালয় - ০৬ টি।
ঙ) বেসরকারী প্রথমিক বিদ্যালয় - ০৫ টি।
চ) রেজি : প্রাথমিক বিদ্যালয় - ০৪ টি।
ছ) কিন্ডার গার্ডেন - ০৫ টি।
জ) শিক্ষার হার - ৫০%
৪) বিভিন্ন প্রতিষ্ঠান :
ক. রেলওয়ে ষ্টেশন - ০১টি।
খ)রেডিও স্টেশন - ০১টি।
গ) হিমাগার - ০১টি।
ঘ) বিশ্রামাগার - ০১ট্
ঙ) পোষ্ট অফিস - ০৪টি।
চ) সারকারখানা - ০১টি।
ছ) মিনারেল পানি উৎপাদন কারখানা - ০১টি।
জ) কাজী ফার্মস এন্ড চিকস - ০১টি।
ঝ) গার্মেন্টস - ০১টি।
ঞ) স্লিনিং মিলস - ০১টি।
ট) কমিউনিটি ক্লিনিক - ০৮টি।
ঠ) মাতৃ কল্যাণ কেন্দ্র - ০১টি।
ড) তহসিল অফিস - ০১টি।
ঢ) পুলিশ ফাড়ি - ০১টি।
ণ) এতিমখানা - ১৪টি।
ত) মৎস খামার - ০১টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS