Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
বারপাড়া ইউনিয়ন
Details

বারপাড়া ইউনিয়ন: কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদ হলো ৪নং বারপাড়া ইউনিয়ন । কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল। বারপাড়া ইউনিয়নটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী বিজয়পুর বাজারের উপর অবস্থিত। যা দূর্গাপুর মৌজায় কাগজপত্রে উল্লেখ্য।

 

লালমাই ডিগ্রি কলেজ: ১৯৬৯ সালে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার লালমাই ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় জননন্দিত মেহেরকুল দৌলতপুরের পলি মাটির সন্তান অধ্যক্ষ আবুল কালাম মজুমদার শিক্ষা জীবন শেষ করে ১৯৬৯ সনে অনগ্রসর ও পশ্চাৎপদ দক্ষিণ কুমিল্লার জনগোষ্টিকে শিক্ষার আলোয় আলোকিত করতে লালমাই বাজারের ৫০০ গজ পশ্চিমে বড়ধর্মপুর মৌজায় লালমাই পাহাড়ের পাদদেশে অনুপম নৈসর্গিক পরিবেশে প্রতিষ্ঠা করেন লালমাই কলেজ। প্রতিষ্ঠাকাল থেকে আমৃত্যু তিনি কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন।